ব্যবসায়ী সিন্ডিকেটের কেউ কেউ পরিস্থিতির সুযোগে অতিরিক্ত মুনাফা করছেন : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাজারে বিভিন্ন পণ্যের দাম অতিরিক্ত হারে বাড়ছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে প্রতি কেজি চালের দাম সর্বোচ্চ ৫০ পয়সা বাড়তে পারে। অথচ বেড়েছে ৪ থেকে ৫ টাকা। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে মানুষের কষ্ট বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানির কথা জানান তিনি। ট্রাকসেলের মাধ্যমে টিসিবি পণ্য আর বিক্রি করা হবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে টিসিবির ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। টিপু মুনশি বলেন, ‘টিসিবি পণ্য বিতরণ এবং সুবিধাভোগীদের তালিকাভুক্তির বিষয়ে টিআইবির প্রতিবেদন শতভাগ সঠিক নয়।