ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আগামীকাল পর্যন্ত মাঠে থাকবে র্যাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
কোরবানীর পশু বিক্রি শেষে ব্যবসায়ীরা যাতে টাকা নিয়ে ঘরে ফিরতে পারে সেই নিশ্চয়তা দিতে আগামীকাল পর্যন্ত মাঠে থাকবে র্যাব। একথা জানিয়েছেন র্যাব-সাতের সিনিয়র সহকারি পরিচালক নুরুল আবসার।
সকালে চট্টগ্রামের সাগরিকা কোরবানীর পশুর বাজার পরিদর্শনকালে তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি র্যাব সতর্ক অবস্থানে থাকায় এবারের ঈদে সড়কপথে পশুর গাড়িতে চাঁদাবাজির ঘটনা ঘটেনি। বাজারে বাজারে জাল নোটের কারবারি ও মলম পার্টির অপতৎপরতাও রোধ করা গেছে। শেষ মুহুর্তে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারেও তৎপর রেব সদস্যরা। শেষ দিনে পশু কিনতে হাটে আসা কোন ক্রেতা কিংবা বিক্রি করে বাড়ি ফেরা কোন বিক্রেতা নিরাপত্তার অভাব বোধ করলে প্রতিটি গরুর হাটের বাইরে অবস্থিত র্যাব ক্যাম্পে যোগাযোগ করতে বলা হয়েছে।