ব্যতিক্রমী উদ্যেগ নিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জশ বাটলার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় দেশবাসীর পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যেগ নিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জশ বাটলার। কভিড নাইনটিন পজিটিভদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছেন তিনি।
দেশের ক্রিকেটের এবং নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচে যে জার্সি গায়ে খেলেছিলেন, দেশের দুর্দিনে সেই জার্সিই এবার নিলামে তুলেছেন বাটলার। যার প্রাপ্ত অর্থ যাবে রয়্যাল ব্রম্পটন ও হ্যারিফিল্ড হাসপাতালের চ্যারিটিতে। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাটলার নিজেই। এই দু’হাসপাতালই এখন করোনা আক্রান্তদের জন্য বিশেষায়িত করা হয়েছে। করোনা জর্জরিত ইউরোপের অন্যতম ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখন ইংল্যাণ্ড। যেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।