ব্যক্তি বিশেষের খেয়াল খুশিতে নির্বাচনী ব্যবস্থা চলবে না : কাদের

- আপডেট সময় : ০৮:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশিমতো চলে না। এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান ও এরশাদ নিজেদের স্বার্থে নিজেদের ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দিতে সংবিধান সংশোধন করেছিলো। সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সংবিধান বিরোধী বক্তব্য যারা দিচ্ছে, তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায়। শেখ হাসিনা সবসময় নির্বাচনে সকল দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না।