বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবার ফরিদপুরে

- আপডেট সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
মাটি আর আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফরিদপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে ফুটেছে হাসি। গত কয়েক বছর ধরে আশানুরুপ ফলন আর দাম না পাওয়ায় বোরো আবাদে আগ্রহ হারিয়ে ফেলেছিল কৃষক। তবে সঠিক দাম না পাওয়ায় হতাশ চাষিরা।
এবছর ফরিদপুর জেলার ৯টি উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে বোরো ধান কম আবাদ হয়েছে। তবে আবাদ কম হলেও ফলন হয়েছে বাম্পার।
বর্তমানে সার, বীজ, তৈল, পানি ও শ্রমিকদের মজুরি বেশী পাওয়ায় সেখানেই কাজ করতে আগ্রহী শ্রমিকদের। এ বছর বোরো বাম্পার ফলন হলেও কৃষি কাজে ব্যবহারের সব কিছুর দাম বেশী হওয়ায় দিশেহারা কৃষক। কম দামে ধান বিক্রি করতে হচ্ছে বলে প্রতিবছরই লোকসানের মুখে পড়ছেন চাষীরা।
এবছর কৃষকদের সময় মতো কৃষি পরামর্শ দেয়া এবং সহযোগিতার ফলে বোরোর বাম্পার ফলন হয়েছে। পাশাপশি কৃষকদের বোরো উৎপাদনে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
কৃষি কাজে ব্যবহৃত জিনিসের মূল্যে কমানোর দাবি কৃষকদের।