বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনা পুঁজি করে আওয়ামী লীগ একনায়কতন্ত্র এবং সৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনা পুঁজি করে আওয়ামী লীগ একনায়কতন্ত্র এবং সৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। সরকার চেতনার কথা বলে দেশের মানুষকে বিভাজন, মত প্রকাশের অধিকার হরণ ও উন্নয়নের নামে দেশের টাকা বিদেশে পাচার করেছে।
দুপুরে লক্ষ্মীপুর শহর পাবলিক হলে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সোলায়মান আলম শেঠ, শামীম হায়দার পাটোয়ারিসহ অনেকেই।
















