বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য এগিয়ে এসেছে স্বপ্নফেরি স্যোশাল ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন।
দুপুরে রাজধানীর কদমতলীর থানার পোকার বাজার এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করে সংগঠনটি। এছাড়াও একজনকে একটা বাইসাইকেল কেনার বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় সংগঠনটির চেয়ারম্যান আয়শা চৌধুরী মানবিক সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন । সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি । পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্বপ্নফেরি স্যোশাল ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান।