বৈরী আবহাওয়ায় উত্তরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি

- আপডেট সময় : ০৬:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
চলমান বৈরী আবহাওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গেলো কয়েক দিনের বৃষ্টি আর দমকা হাওয়ায় নুয়ে পড়েছে ধান গাছ। শীতকালীন সবজি চাষেও ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। যদিও ফসল উৎপাদনে খুব একটা ক্ষতি হবেনা বলে মনে করছে কৃষি বিভাগ।
নওগাঁর মাঠজুড়ে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সোনালী ফসল ধান। মাস খানেক বাদেই এসব ধান ঘরে তুলবেন চাষীরা।
তবে গেলো কয়েদিদের টানা বৃষ্টি আর বাতাসের ফলে মাটিতে পড়ে গেছে ধান গাছ। বৃষ্টির পানিতে হাবুডুবু খাচ্ছে ধান। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে চাষীদের মাঝে।
শুধুমাত্র ধান নয়; ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজিও। চাষিরা বলছেন, বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে ফুলকপি, সীম, মুলাসহ শীতকালীন শাকসবজি। এর প্রভাব পড়তে পারে সবজির বাজার মুল্যে
তবে চাষাবাদে তেমন কোনও ক্ষতি দেখছে না কৃষি বিভাগ। কর্মকর্তারা বলছেন, সমস্যা সমাধানে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।
চলতি মৌসুমে নওগাঁয় রোপা আমন ধানের আবাদ হয়েছে ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে এবং ৩ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে শীতকালীন সবজি।