বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশাধে বিপদজনক পরিস্থিতি সম্পর্কে সরকার সজাগ আছে : পরিকল্পনা মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আগামীতে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশাধে বিপদজনক পরিস্থিতি অপেক্ষা করছে। সরকার সে সম্পর্কে সজাগ আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিস্থিতি উত্তরণের সামর্থ দেশের অর্থনীতির থাকবে বলেও মনে করেন তিনি।
দুপুরে রাজধানীতে ইউনিভার্সিটি অব প্রফেশনালস আয়োজিত সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সরকার বিদেশি ঋণ নিচ্ছে।এটা পরিশাধের সক্ষমতাও আছে। তবুও রাজনৈতিক এজেন্ডা থেকে অনেকে ভীতি ছড়াচ্ছেন। মন্ত্রী বলেন, সরকার ঋণের টাকায় ভোগবিলাস করছে না। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ফাঁকি ও ছাড়ের কারণে জিডিপির পাঁচ শতাংশ কর আদায় কম হচ্ছে। দেশের কর ব্যবস্থা বৈষম্যমূলক। এতে পরোক্ষ করে নির্ভরতা বেশি।