বৈঠক করেছেন সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ওআইসি মহাসচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আন্ত-বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বৈঠক করেছেন সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন।
জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার সাথে সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠকে আফ্রিকান সদস্য দেশগুলোতে যৌথ কৃষি প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন। এই সকল কৃষি প্রকল্পে বাংলাদেশ তার দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি জ্ঞান সরবরাহ করতে পারে বলে তিনি জানান। প্রস্তাবিত কৃষি প্রকল্প থেকে ওআইসির সদস্য দেশগুলো পারস্পরিকভাবে উপকৃত হতে পারে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন তিনি ওআইসির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া খুঁজে দেখবেন।