বে-টার্মিনাল অপারেটর নিয়োগে বাংলাদেশিদের সুযোগ দেয়ার দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দেশের অর্থ দেশে রাখতে বে-টার্মিনাল অপারেটর নিয়োগে বাংলাদেশিদের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ দাবী জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতারা এবং সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন। পরে, চট্টগ্রাম প্রেস ক্লাবের কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেন তরফদার রুহুল আমিন।