বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থাঃ বিআরটিএ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সারাদেশে বাস ও টার্মিনালের কাউন্টারগুলোতে বর্ধিত নতুন ভাড়ার চার্ট টানানো হচ্ছে আজ। চার্টের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ঢাকা মহানগরসহ সারাদেশে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে চলছে নানা তর্ক-বিতর্ক। রোববার বিকেলের বৈঠকে বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর, কেবল কিলোমিটার ও বৃদ্ধির শতাংশ হার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ এবং বিআইডব্লিউটিএ। কিন্ত বিআরটিএ কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ও প্রকৃত ভাড়ার তালিকা না দেয়ায় বাস-চালকরা দূরত্ব বেশি দাবি করে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। চার্ট টানানো হয়ে গেলে নির্ধারিত ভাড়া নিশ্চিতে তদারকি করবে বিআরটিএ।














