বেনাপোল স্থলবন্দরে ট্রাক আটকে ৫ কিলোমিটার জট তৈরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করে ভারতে পণ্য রপ্তানির ট্রাক আটকে ৫ কিলোমিটার জট তৈরি হয়েছে। প্রতিদিন পাঁচ’শ ট্রাক বেনাপোল বন্দরে এলেও, যাচ্ছে মাত্র দু’শ।
দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না। ভারত থেকে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্টে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা। ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার পরিবহনও যেতে পারছে না প্যাসেঞ্জার টার্মিনালে। অন্যদিকে ভ্যান, রিকশা, অটোরিকশাও চলাচল করতে পারছে না। বেনাপোলের প্রধান সড়কের ওপর হাজার খানেক পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। সয়াবিনের সাত’শ ট্রাক বেনাপোলে আটকে আছে। উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের সনদ না থাকায় গত তিন দিন ধরে আটকে আছে সয়াবিনের এসব ট্রাক।






















