বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা ফিরতে শুরু করেছে

- আপডেট সময় : ০৩:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা ফিরতে শুরু করেছে। মানিকগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ৫১ জনসহ বিদেশ ফেরত ৩৫৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত ২ দিনে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ৪ হাজার বাংলাদেশী যাত্রী প্রবেশ করেছে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এমন কোন নিদের্শনা পাওয়া যায়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হলেও দু দেশের আমদানি-রফতানি বানিজ্য সচল রয়েছে। ভারতে অবস্থানরত পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য ফরম পূরন করা বাধ্যতামূলক করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
………….
মানিকগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ৫১ জনসহ বিদেশ ফেরত ৩৫৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ২৪ ঘন্টায় ১৯ জনকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।৩৫৯ প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়া গেলেও সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।