বেনাপোল চেকপোস্টে আলাদা মঞ্চে অনুষ্ঠিত হবে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
এবার যশোরের বেনাপোল চেকপোস্টে দুই বাংলার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আলাদা মঞ্চে অনুষ্ঠিত হবে।
অন্য বছরের মতো যশোরের বেনাপোল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। নিরাপত্তার কথা বিবেচনা করে এবার আলাদা মঞ্চে হচ্ছে দুই বাংলার অনুষ্ঠান। সকাল ৯টায় বেনাপোল চেকপোস্টে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২১ উদযাপন কমিটির সদস্য সচিব নূরুজ্জামান। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয়, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।