বেড়েছে শ্বাসকষ্ট-নিউমোনিয়াসহ নানা রোগ
 
																
								
							
                                - আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ২৫৮৬ বার পড়া হয়েছে
ঋতু পরিবর্তনে সাতক্ষীরায় বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সদর হাসপাতাল, শিশু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে বাড়ছে রোগী। জায়গার অভাবে চিকিৎসা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায় শুয়ে। চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের।
দিনে গরম রাতে ঠাণ্ডা। ধীর গতিতে নামছে শীত। আবহাওয়ার এমন দোলাচলে ঠাণ্ডা রোগ বেড়েছে সাতক্ষীরায়। সদর হাসপাতালে ৪০ বেডের বিপরীতে ভর্তি থাকছে একশ’রও বেশি রোগী। সদর ও শিশু হাসপাতালে প্রতিদিন তিনশতাধিক শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
জায়গা সংকটে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের।
সামান্য অবহেলায় ঠাণ্ডাজনিত রোগ জটিল আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
এসময় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পাশাপাশি সচেতন থাকায় গুরুত্বারোপ করেন সিভিল সার্জন।
ঠাণ্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।

 
																			 
																		
























