বেগম ফজিলাতুন্নেছা মুজিব নারী শিক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছেন : হুইপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার পাশাপাশি শিক্ষাঙ্গনে খেলাধুলার পরিবেশকে গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন হুইপ ইকবালুর রহিম।
সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিনাজপুরে সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে, খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় হুইপ আরো বলেন, মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব নারী শিক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী সেই চেতনাকে ধারণ করে বিশ্বব্যাপী খেলাধুলায় বাংলাদেশের ভূমিকা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।