বেগম খালেদা জিয়ারকে বিদেশে পাঠাতে সরকারের প্রতি দাবি ড্যাবের চিকিৎসকদের

- আপডেট সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের ২ হাজার ৬৮৪ জন চিকিৎসক।
এক বিবৃতিতে তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া, করোনা পরবর্তী জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রিউমোটয়েড আর্থ্রাইটিস, লিভার, কিডনি ও হার্টের বিভিন্ন জটিলতায় গত ১৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই আশংকাজনক। গণতন্ত্রের অবিসংবাদিত এই আপোষহীন নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে তাঁকে স্থায়ী মুক্তি দিয়ে অবিলম্বে বিদেশে পাঠানোর জোর দাবী জানান চিকিৎসকরা। তারা আরো বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। অথচ একজন নাগরিকের মৌলিক অধিকার- পছন্দমতো উন্নত চিকিৎসা নেয়া থেকে তাকে ক্রমাগতভাবে বঞ্চিত করা হচ্ছে।