বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ

- আপডেট সময় : ০১:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যথায় মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসায় বিদেশ ভ্রমণের অনুমতি দিতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ।
নয়াপল্টনে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন। বলেন, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সনের অবস্থা ভালো নয়। বন্দী খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি।
মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে আবারো সরকারের কাছে আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই সরকার মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজ মানুষের জন্য দোয়া চাইতে খোলা জায়গা পাওয়া যায় না।