বেগম খালেদা জিয়াকে সরকার মেরে ফেলার ষড়যন্ত্র করছে : ফখরুল

- আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার মেরে ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে এমন দাবি করেন তিনি। বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার অনুমতির বিষয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্য মিথ্যা ও অযৌক্তিক বলেও দাবি করেন মির্জা ফখরুল।
ন্যাশনাল পিপলস্ পার্টি —এনপিপি’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
এ সময় সরকারের বিভিন্ন করমকাণ্ডের সমালোচনা করেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্রের খোলসে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সংসদে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার এমন অভিযোগও করেন তিনি। সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে জানিয়ে শনিবার অনশন কর্মসূচি সফল করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।