আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে খালেদা জিয়াকে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের টিপস প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়। খালেদা জিয়ার যকৃতে টিপস প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক এই অপারেশনের নেতৃত্ব দেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই প্রক্রিয়া সম্পন্ন করতে আড়াই ঘণ্টা সময় লাগে। টিপস…. করার ফলে খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ এবং পেটে পানি জমা বন্ধ হবে। বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপনের আগের ধাপ এটি।