বেগমগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে হামলা ভাংচুর ও দোকান লুটের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোয়াজ্জেম হোসেন সোহাগের বিরুদ্ধে, প্রতিপক্ষ জসিম উদ্দিনের নির্বাচনী অফিসে হামলা ভাংচুর ও দোকান লুটের অভিযোগ উঠেছে।
মেম্বার প্রার্থী জসিম উদ্দিন জানায়, সকালে একলাশপুর ইউনিয়নের হাসানহাট বাজারে মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। হঠাৎ মিছিল থেকে সোহাগের নেতৃত্বে কয়েক’শ সশস্ত্র কর্মী তার নির্বাচনী অফিসে এসে হামলা ও ভাংচুর করে। পরে, বাজারে তার ভাইয়ের একটি দোকানেও হামলা ও লুটপাট করা হয়। এসময় তাদের বাধা দিতে গেলে, দেশীয় অস্ত্র দিয়ে তার ছোট ভাইসহ অন্তত সাত জনকে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।