বেগমগঞ্জের ঘটনায় ইউপি মেম্বার সোহাগ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে
- আপডেট সময় : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অন্যতম আসামী আবুল কালামকে ৩ মামলায় ১০ দিন এবং নারী নির্যাতন মামলায় মাইনুদ্দিন সাহেদকে দু’দিনের রিমাণ্ড দিয়েছে আদালত। অপরদিকে, ইউপি মেম্বার সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে
এর আগে কুমিল্লা থেকে কালাম এবং বেগমগঞ্জ থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গৃহবধূ নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হলো। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুর থেকে মাইনুদ্দিন সাহেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া মামলার অন্যতম পলাতক আসামি আবুল কালামকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা এলাকা থেকে গ্রেফতার করে রেব-১১ সদস্যরা। আবুল কালাম নোয়াখালীর বেগমগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের জাফর উল্লাহর ছেলে। রেব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বেগমগঞ্জের চাঞ্চল্যকর এ ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েছে আবুল কালাম। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে।















