বেইলি রোডের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ ২ মেয়ে ১ ছেলে মারা গেছেন

- আপডেট সময় : ০৩:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সেখানে তিনি বলেন, বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়ার চেয়ে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশীরভাগ মানুষ মারা গেছে।
এসময় স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শনাক্ত হয়েছে ৪০ জন। ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর হয়নি বাকি ৫ জনের মরদেহ। বার্ণ ইউনিটে ভর্তি ১০ জন। একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ২ মেয়ে ১ ছেলে মারা গেছেন। ১ জন পানির পাইপ বেয়ে নামার সময় মারা যান। নিহতদের মধ্যে ১ জন সাংবাদিক, ১ জন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা। মেডিকেলে ভর্তি ১০ জনের অবস্থা আশংকাজনক। উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।