বেইজিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক
- আপডেট সময় : ১০:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্কের টানাপোড়েন চলছে। ঠিক এমন সময়ে চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বেইজিংয়ের সঙ্গে একটি ‘পরিপক্ব ও গভীর সম্পর্ক’ গড়ে তুলতে আগ্রহী। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট সঙ্গে এই বৈঠকে বসেন স্টারমার। চার দিনের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সি চিন পিংয়ের সঙ্গে ৮০ মিনিট বৈঠক করেন তিনি, এরপর দুই নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে চীনের প্রিমিয়ার লি ছিয়াংয়ের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে চীন সফর করেছিলেন। দীর্ঘ ছয় বছর পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করছেন। যুক্তরাজ্যের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই স্টারমারের এই সফর। যুক্তরাজ্যে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকেই ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই লক্ষ্য পূরণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন স্টারমার। যদিও দুই দেশের মধ্যে গুপ্তচরবৃত্তি এবং মানবাধিকার ইস্যু নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে।
























