বৃহস্পতিবার টেস্ট মিশন শুরু করছে অস্ট্রেলিয়া ও ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার টেস্ট মিশন শুরু করছে অস্ট্রেলিয়া ও ভারত। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ।
ওয়ানডে সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু করেছিলো ভারত। তিন ম্যাচের সিরিজ ২-১ এ হেরেছিলো কোহলিরা। তবে, টি-টুয়েন্টি সিরিজে ঘুড়ে দাড়ায় ভারত। এই ব্যবধানে জিতেছে সিরিজ। এবার টেস্ট মিশনে মাঠে নামছে দু’দল। জয় দিয়ে দু’দলই শুরু করতে চায় সিরিজ। শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে ভারত। অস্ট্রেলিয়ার ১ জয়ের বিপরীতে তিন ম্যাচ জিতেছে কোহলিরা। অপর ম্যাচ হয়েছে ড্র। তবে, ঘরের মাঠে সিরিজ হওয়ায় এগিয়ে থেকেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।



















