খুলনায় সামান্য বৃষ্টিতে পানি জমে আশ্রয়ণ প্রকল্পের ঘরে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৮৭৯ বার পড়া হয়েছে
খুলনায় জলাবদ্ধতা আর নদী ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। নিচু জমি আর নদীর পাড়ে হওয়ার কারনে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বাসিন্দাদের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের ঘরে মাথা গোঁজার ঠাঁই হলেও দুর্ভোগের শেষ নেই তাদের। আর জেলা প্রশাসন বলছেন, আশ্রয়ন প্রকল্পকে বসবাস উপযোগি করার কাজ চলছে।
সামান্য বৃষ্টিতে পানি জমে আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভেতর। এছাড়া টয়লেটে পানি জমায় বাসিন্দাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকা। দীর্ঘদিনেও সমস্যা সমাধান না হওয়ায় ক্ষুব্ধ অনেকই ঘর ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেছে।
স্থানীয় জনপ্রতিনিধি বলছেন,আশ্রয়নের ঘর তৈরীর সময় উপজেলা প্রশাসন স্থানীয়দের কোন মতামত নেয়নি। এ কারনে এই সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। আর জেলা প্রশাসন বলছেন, সকল আশ্রয়ন প্রকল্পকে বসবাস উপযোগি করে তুলতে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে ।