বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে

- আপডেট সময় : ০২:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আজ অভিযোগ গঠনের শুনানিতে মামলার ২২ আসামিকে হাজির করা হয়।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে দুপুরে এ শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আবরার হত্যা ছিলো ক্ষমতার দাম্ভিকতা ও অহংকার এর প্রতিফলন, জুলুমবাজির মানসিকতা কোনভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এসময় হত্যা মামলার ২২ আসামি এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক আছে। এর আগে গত ১৩ জানুয়ারি আবরার হত্যা মামলার নথিটি বিচার কাজ শুরু করতে মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এরপর মহানগর দায়রা জজ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ পাঠানোর আদেশ দেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। ২০১৯ সালের ৭ অক্টোবর শিবির সন্দেহে ডেকে নিয়ে বন্ধ ঘরে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা।