বুড়িমারী স্থলবন্দর ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার এবং আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ভারত সরকার তাদের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। এর ফলে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে পড়েছে। এদিকে, বন্দরে আমদানি-রফতানী বন্ধ থাকলেও আটকা-পড়া বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের নিজ-নিজ দেশে ফিরতে ইমিগ্রেশন খোলা থাকবে।