বুস্টার ডোজ দেয়া থাকলে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বুস্টার ডোজ দেয়া থাকলে এখন থেকে বেনাপোল দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগবে না।
সকালে বিষয়টি জানিয়েছে বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ। যেসব যাত্রী দুই ডোজ টিকা শেষ করে বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের কোনও সনদ লাগবে না। কিন্তু ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে।ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বুস্টার ডোজ দেয়া থাকলে করোনা টেস্টের সনদ লাগছে না। কিন্তু ফিরে আসার সময় ভারতের ইমিগ্রেশনে আগের মতো ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ দেখাতে হচ্ছে।










