বুন্দেসলিগার পর এবার মাঠে গড়ানোর অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি’আ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
জার্মান লিগ বুন্দেসলিগার পর এবার মাঠে গড়ানোর অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি’আ। ২০ জুন শুরু হচ্ছে, ইতালিয়ান লিগ। তার আগেই ইপিএল মাঠে ফিরছে ১৭ জুন।
২৯তম রাউন্ডের বাকী থাকা দুই ম্যাচ দিয়ে, পুনরায় শুরু হবে ইংলিশ লিগ। যেখানে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্সেনাল। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার মোকাবিলা করবে শেফিল্ড ইউনাইটেড। ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলা সিটিজেনদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। এদিকে, মাঠে ফেরানোর আনুষ্ঠানিক অনুমতি মিলেছে ইতালিয়ান লিগেরও। করোনার কারণে এতোদিন স্থগিত থাকলেও এবার মাঠে গড়াচ্ছে সিরি’আ লিগ। বাকি আছে ১২ রাউণ্ডের খেলা। যদি লিগ শেষ করতে না পারে কর্তৃপক্ষ; তা হলে বিকল্প হিসেবে অনুসরন করা হবে প্লে অফ প্রক্রিয়া। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টানা নবম শিরোপার দৌড়ে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস।