বুথফেরত জরিপ নরেন্দ্র মোদির জয়ের আভাস দিচ্ছে
- আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ২১৮৫ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট আবারও জয় পেতে যাচ্ছে বলে বুথফেরত জরিপে আভাস পাওয়া গেছে। ভারতের লোকসভা নির্বাচনের সাত দফার ভোটাভুটি শেষে সব বুথফেরত জরিপই দিচ্ছে এমন আভাস। চূড়ান্ত ফলাফলে এখনও জয়ের আশা করছে কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বলছেন, এই ফল অগ্রহণযোগ্য।
জরিপ বলছে, দুর্নীতি, মুসলিম বিদ্বেষী অবস্থানসহ নানা বিতর্কে জড়ালেও কমেনি বিজেপি সরকারের জনপ্রিয়তা। যদিও ভোটারদের মতামতের ভিত্তিতে করা বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। বুথফেরত সমীক্ষাকে ভুয়া বলে অভিহিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দেশটির ‘টিভি নাইন’ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এই তৃণমূল নেত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে যে জরিপ দেখানো হচ্ছে তা একেবারে অগ্রহণযোগ্য। ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ৪৪ দিনের নির্বাচনে ভোট উৎসব শেষে এখন অপেক্ষঅ চূড়ান্ত ফলাফলের। চলছে নানা জল্পনা-কল্পনা।
























