বীচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের যাত্রা শুরু

- আপডেট সময় : ০৫:৩৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বীচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি’-এর প্রধান কার্যালয়।শনিবার (৪ অক্টোবর) সকালে এক দোয়া মাহফিলের মাধ্যমে অফিসের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ সরকারের যুগ্ম–সচিব ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. মোঃ আবদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম এফ ইসলাম মিলনসহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ, বিনিয়োগকারী এবং বিভিন্ন স্তরের গণ্যমান্যব্যক্তিবর্গ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিস উদ্বোধনের দিনে স্পনসর শেয়ার ক্রয় করে পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন হাফিসন্সফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ডা. মাহবুব হাফিজ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এফ ইসলাম মিলন জানান, আগামী ১১ অক্টোবর (শনিবার) গুলশানের প্রধান কার্যালয়ে দিনব্যাপী স্পনসরশেয়ার বিক্রয় অনুষ্ঠান আয়োজন করা হবে। শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী এবং শুভাকাঙ্ক্ষীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের পরিচালনা পর্ষদ বিশ্বাস করে, এই শেয়ার বিক্রয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে, এটি দেশের হসপিটালিটি সেক্টরে একটিবড় মাইলফলক স্থাপন করবে। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে শেয়ারহোল্ডারদের স্বার্থকে সর্বোচ্চঅগ্রাধিকার দেব।’