বিসিবি একাদশের বিপক্ষে ভালো অবস্থানে জিম্বাবুয়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শুরু এবং শেষের চমকে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ভালো অবস্থানে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
বিকেএসপির ম্যাচে টস হয়নি। সফরকারী হিসেবে জিম্বাবুয়েকে পছন্দমত ব্যাট করতে পাঠায় বিসিবি একাদশ। দুই ওপেনার প্রিন্স মাসভাউর ও কেভিন কাসুজার ব্যাটে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। তাদের ১০৫ রানের জুটি ভাঙ্গে মাসভাউরের ৪৫ রানের বিদায়ে। এরপরই ধস নামে সফরকারীদের ইনিংসে। ৭৩ রানে ৬ উইকেট তুলে ম্যাচে ফেরে বিসিবি একাদশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার কেভিন কাসুজা। কার্ল মুম্বা ৫৪ ও অ্যাইন্সলে অপরাজিত আছেন ২৫ রানে। যুব বিশ্বকাপ খেলা অফ স্পিনার শাহাদাত হোসেন নেন তিন উইকেট। এছাড়া আল আমিন জুনিয়র ২টি ও শরিফুলের শিকার ১ উইকেট।