বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের পঞ্চম দিন পার করলেন ক্রিকেটাররা

- আপডেট সময় : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের পঞ্চম দিন পার করলেন ক্রিকেটাররা। মিরপুরে মুশফিক, মিথুনদের সঙ্গে যোগ দিলেন তাসকিন আহমেদ। প্রথম দিন শুধু রানিংয়েই সীমাবদ্ধ ছিলেন এই পেসার। দীর্ঘদিন পর মাঠে ফিরে বেশ উচ্ছ্বসিত তাসকিন। তবে, করোনায় বাংলাদেশের একের পর এক সিরিজ স্থগিতে হতাশ এই ক্রিকেটার। এদিকে, খুলনায় এদিন অনুশীলন করেছেন মেহেদি মিরাজ ও শেখ মেহেদি।
করোনা পরবর্তী অনুশীলনে প্রথমদিন শুরু করেছিলেন ৯ ক্রিকেটার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা। যাদের দেখে আবারো মাঠে ফেরার সাহস পাচ্ছেন অন্যরাও। এবার তালিকায় যোগ হলেন তাসকিন আহমেদ। বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের পঞ্চম দিনে হোম অব ক্রিকেটে হাজির এ ডান হাতি পেসার। দীর্ঘদিন পর চিরচেনা মাঠে ফিরেছেন ঠিকই তবে বল হাতে তুলে নিতে পারেননি তাসকিন। প্রথমদিন শুধু রানিং সেশনেই সীমাবদ্ধ ছিলেন।
করোনার কারণে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে। তাতে হতাশ তবে আশাহত নন তাসকিন আহমেদ। এদিকে, বলে লালা ব্যবহারের বিষয়ে, আইসিসি’র নতুন নিয়ম বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন এই পেসার।
একদিন বিরতি দিয়ে মাঠে ফিরেছেন মুশফিক। ইনডোরে ব্যাটিং সেশনের পর মূল মাঠে মিস্টার ডিপেন্ডেবল। রানিং আর স্ট্রেচিংয়ের পর আধাঘন্টারও বেশি সময় উইকেট কিপিং প্র্যাক্টিস করেছেন মুশি। একই দিন মোহাম্মদ মিঠুন ও শফিউল অনুশীলন করলেও ছিলেন না ইমরুল কায়েস ও মেহেদি হাসান রানা।
আগের দিন বৃষ্টির বাধায় অনুশীলন করতে না পারলেও, এদিন নিজেদর ঝালিয়ে নিয়েছেন খুলনার ক্রিকেটাররা। রানিং ও স্ট্রেচিং করেন মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদি।
শুক্রবার একদিন বিরতি দিয়ে শনিবার আবারো অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা।