বিসিএস পরীক্ষার জন্য ওসি ছাড়পত্র না দেয়ায় আত্মহত্যা করেছিলেন পাবনার আতাইকুলা থানার এসআই
- আপডেট সময় : ১২:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
বিসিএস পরীক্ষার জন্য ওসি ছাড়পত্র না দেয়ায় আত্মহত্যা করেছিলেন পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী। এমন অভিযোগ তার বাবার।
সোমবার ভোরে তার লাশ যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। পরিবারের সদস্যসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাসানের মরদেহ দাফন করা হয়। পুলিশের দাবি হাসান আলী আত্মহত্যা করেছেন। কিন্তু তার বাবার দাবি, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ তাকে ছাড়পত্র না দেয়ায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন হাসান আলী। এ অভিযোগ অস্বীকার করে আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, হাসান বিসিএস পরীক্ষা দেবেন এ কথা তিনি জানেন না। ছুটি মঞ্জুর হলেও হাসান আলী ছুটিতে যাননি। দুই বছর আগে হাসান এসআই পদে নিয়োগ পান। চাকরিতে যোগদানের দেড় মাস পর গত রোববার থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন হাসান।























