বিসিএলের প্রথম রাউন্ডে জয়ের স্বপ্ন দেখছে ইসলামী ব্যাংক ইষ্ট জোন

- আপডেট সময় : ১০:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরিতে বিসিএলের প্রথম রাউন্ডে জয়ের স্বপ্ন দেখছে ইসলামী ব্যাংক ইষ্ট জোন। তৃতীয় দিন শেষ ওয়ালটন সেন্ট্রাল জোনের চেয়ে ২২৭ রানে এগিয়ে আছে পূর্বাঞ্চলের দলটি।
তৃতীয় দিন মিরপুরে একাই আলো ছড়িয়েছেন তামিম ইকবাল। আগের দিন ২২২ রানে অপরাজিত থাকা এই ওপেনার পেয়েছেন ট্রিপল সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৩৪ রানে। তাতে বাংলাদেশের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি নিজের করে নিলেন তামিম। অপর প্রান্তে ইয়াসির আলীর অপরাজিত ৬২ রানে ২ উইকেটে ৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইষ্ট জোন। জবাবে ৩ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে সেন্ট্রাল জোন। এর আগে ২১৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয় মধ্যঞ্চলের দলটি।
এদিকে, চট্টগ্রামে নর্থ জোনের বিপক্ষে রানের পাহাড় গড়েছে সাউথ জোন। উত্তরাঞ্চলকে জয়ের ৪৫৪ রানে টার্গেট দিয়েছে দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফিস, সামসুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৯৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সাউথ জোন। জবাবে বিনা উইকেটে ২২ রানে দিন শেষ করে নর্থ জোন। তার আগে সাউথের করা ২৬২ রানের জবাবে ২০৭ রানে থামে নর্থের প্রথম ইনিংস।