বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বত্তরা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বত্তরা।
ক্ষতিগ্রস্ত ইউছুব সরদার বলেন, স্থানীয় মসজিদের নামে পদ্মপুকুরটি লিজ নেয়। করোনা পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন ঘের মালিকের কাছ থেকে বিভিন্ন সাইজের ১৬ মন পোনা মাছ ক্রয় করে পাশের একটি ঘেরে রেখেছিলেন। রোববার রাতের আঁধারে দুর্বত্তরা ঘেরে বিষ দেয়। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, মাছ মরার বিষয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
																			 
																		






















