বগুড়ায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র ধানকাটা উৎসবে যোগ দিয়েছেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা
- আপডেট সময় : ০৮:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিশ্ব রেকর্ড গড়া বগুড়ায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র ধানকাটা শুরু হয়েছে। স্থানীয় চাষীদের সঙ্গে উৎসবে যোগ দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আর এই ক্ষেতের ধান যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে এবার জন্মশত বার্ষিকীতে নেয়া হয় নতুন উদ্যোগ। বগুড়ার বালেন্দা গ্রামে প্রায় ১২ লাখ ৯২ হাজার বর্গফুট জমিতে সোনালী আর বেগুনি ধান লাগিয়ে তৈরি করা হয় বঙ্গবন্ধুর মুখের ছবি। ২৯ জানুয়ারি ধান রোপন করে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। ১৬ মার্চ এটি স্থান পায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ। সাড়ে তিন মাস পর শুরু হয় ধান কাটা।
আবহাওয়া উপযোগী থাকায় ধানের ফলন ভালো হয়েছে। ঐতিহাসিক এই ক্ষেতের ধান কাটতে বিভিন্ন এলাকা থেকে এসেছে বহু শ্রমিক।
প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেয়া হবে ক্ষেতের ধান জানালেন কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম।
জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানালেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক।
শুধু বিশ্বরেকর্ড নয়, শস্য চিত্রে বঙ্গবন্ধু দেশের কৃষি উৎপাদন বাড়াতে সকলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।
























