বিশ্ব ব্যাংকের আপত্তি সত্ত্বেও কৃষি ক্ষেত্রে ভর্তুকি অব্যাহত রেখেছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
আইএমএফ ও বিশ্ব ব্যাংকের আপত্তি সত্ত্বেও কৃষি ক্ষেত্রে ভর্তুকি অব্যাহত রেখেছে সরকার, জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। একারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও জানান তিনি। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের কৃষকদের মাঝে অর্ধেক মূল্যে বিতরণ করা হয়েছে কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তির সরঞ্জাম। বৈপ্লবিক পরিবর্তনের আশায় সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে কৃষি বিভাগ।
এনালগ থেকে ডিজিটাল বাংলাদেশ। এর সুফল ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে সর্বত্র। কৃষিও এর বাইরে নয়। প্রযুক্তি বদৌলতে সব কাজ এখন যন্ত্রে সহায়তায় অভ্যস্ত হচ্ছে কৃষক। রাইস প্লান্টার হারভেস্টার সহ উন্নত জাতের কৃষি প্রযুক্তি সরঞ্জামে দিয়েই চলে চাষ পরবর্তী প্রক্রিয়া।
এদিকে, স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস জানাচ্ছে, সমালয় পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ফলে শ্রমিক সংকটেও কমছে উৎপাদন খরচ।
বোচাগঞ্জের উদয় সাকোয়া এলাকার সমালয় পদ্ধতির ধান চাষ সরেজমিনে পরিদর্শন করেন নৌ-পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, ঋণ দিতে বিশ্ব মোড়লদের বাধা সত্ত্বেও প্রধানমন্ত্রী কৃষি ক্ষেত্রে ভর্তুকি প্রদান অব্যাহত রেখেছেন।
দিনাজপুর জেলায় এ পর্যন্ত অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে প্রায় ১১০ কোটি টাকার হারভেস্টার, রাইস প্লান্টার, রিপার সহ অত্যাধুনিক কৃষি সরঞ্জামাদি বিতরণ করেছে স্থানীয় কৃষি বিভাগ।













