বিশ্ব পরিস্থিতির সংকট মোকাবিলায় সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে : নৌ প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজনৈতিক সংকটে পড়ে একটি মহল দেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশ্ব পরিস্থিতির সংকট মোকাবিলায় সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এ কথা বলেন তিনি। পরে, প্রতিমন্ত্রী বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের পুরনো কার্যালয়টি ঘুরে দেখেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ. বি. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।