বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যাণ্ডের গ্ল্যাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি বিমানটি ছেড়ে যায়। স্কটল্যাণ্ডের স্থানীয় সময় দুপুর তিনটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায় গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছান তিনি।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের বিষয়টি জলবায়ু সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী ‘সিএফভি-কমনওয়েলথ হাইলেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রোসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। এদিন কমনওয়েলথ মহাসচিব ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। যোগ দেবেন ব্রিটিশ প্যাভিলিয়নে ‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি- দ্য ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক বৈঠকে। একই দিন বিকেলে বিল গেটস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ‘কপ-২৬’ এর ভিভিআইপি সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন তিনি। এরপর যুক্তরাজ্য ও প্যারিসে ১৪ দিনের সফরশেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।