বিশ্ব ক্যান্সার দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিশ্ব ক্যান্সার দিবস আজ। প্রতিবছরের ন্যায় এই বছরও দিবসটি পালন করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। সকালে বিআরবি হাসপাতালের উদ্যেগে ক্যান্সার দিবস পালন করা হয়।
এসময় বক্তারা ক্যান্সারে মৃত্যুর হার ও ক্যান্সার চিকিৎসায় বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সেই সাথে এই রোগ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, ক্যান্সারের ওষুধদের দাম মানুষের ক্রয়ক্ষমতার নাগালে যাতে আসে সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরবি গ্রুপের পরিচালক মো: মফিজুর রহমান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এম এ হাইসহ অন্যানরা।























