বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ।
দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান। তীব্র শীত উপেক্ষা করে জমায়েত লাখো মানুষ। এখন চলছে কোরআন ও হাদিসের আলোকে বয়ান। মূল ইজতেমা মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যোগ দেবেন ভারতের মাওলা সাদ কান্ধলাভীর অনুসারীরা।