বিশ্বে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ১ বছর পূর্ণ হলো আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিশ্বে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ১ বছর পূর্ণ হলো আজ। গেল বছরের ১১ই জানুয়ারি চীন, হুবেই প্রদেশের রাজধানী উহানে ৬১ বছর বয়সী এক ব্যক্তির প্রথম করোনায় মৃত্যুর কথা প্রকাশ করে।
যদিও পশ্চিমা বিশ্বগুলোর মতে, আরো কয়েক মাস আগেই দেশটিতে করোনার প্রকোপ দেখা দেয়। যা গোপন করে বেইজিং। শুরুতে অজানা রোগ হিসেবে এটিকে দেখা হলেও, কয়েক মাসেই ভাইরাসটি করোনা বলে চিহ্নিত করা হয়। করোনায় এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৯ লাখ মৃত্যু এবং ২০ কোটি বেশি সংক্রমণ। বিজ্ঞানীদের মতে ভাইরাসটির উৎস এবং প্রকৃত ধরণ জানা গেলে তা ছড়িয়ে পড়া এবং প্রতিরোধ সহজ হতো। বিশ্বজুড়ে করোনা প্রতিরোধে বেশ কয়েকটি ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া একশোরও বেশি টিকার ট্রায়াল চললেও, কোনটিই এখনো পুরোপুরি কার্যকর বলে প্রমাণ হয়নি।


















