বিশ্বে করোনায় একদিনে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
একদিনে বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় মোট মৃত্যু ২৮ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। একদিনে শনাক্ত ৪ লাখ ৪৩ হাজারের বেশি। মোট শনাক্ত ১২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার।
ব্রাজিলে একদিনে মারা গেছেন ১ হাজার ৯শ’র বেশি মানুষ। দেশটিতে একদিনে ৪২ হাজারের বেশি শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে ৬শ ৩৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত প্রায় ৬০ হাজার।একদিনে শনাক্তের দিক থেকে বিশ্বে এখন দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছে ৫৬ হাজারের বেশি।স্পেনে মাত্র চারদিনে সংক্রমণ বেড়েছে ১০ গুণ। গেল একদিনে দেশটিতে ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। ফ্রান্সে গেল নভেম্বরের পর আবারও আইসিইউতে রেকর্ড সংখ্যক রোগী রয়েছে।