বিশ্বের সব শোষিত ও বঞ্চিতের পক্ষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল কালজয়ী ও বিশ্বজনীন :ইউনেস্কোর প্রতিনিধি

- আপডেট সময় : ০৮:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকরা অগ্রনী ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি মিজ সুন লে বলেন, বিশ্বের সব শোষিত ও বঞ্চিতের পক্ষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল কালজয়ী ও বিশ্বজনীন এবং ইউনেস্কো এর স্বীকৃতি দিতে পেরে আনন্দিত।
জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর প্রামাণ্য তথ্য চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এরপর আনুষ্ঠানিক বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সোনার বাংলা গড়তে হলে শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় ইউনেস্কোর প্রতিনিধি জানান, ৭ই মার্চৈর ভাষণটি ছিল সার্বজনীন এবং মানব সভ্যতার ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল।
ভেতরে যখন তিল ধারনের ঠাঁই নেই, বাইরে তখন অপেক্ষা করছে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে নিজেদের অনুভূতির কথা তুলে ধরে শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, রাজধানীর ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আদি শিক্ষা প্রতিষ্ঠান আজিমপুর গার্লস স্কুল অ্যাণ্ড কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে।