বিশ্বের বর্তমান জনসংখ্যা ৭৮০ কোটি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিশ্বের বর্তমান জনসংখ্যা ৭৮০ কোটি। মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাত কোটি ৪০ লাখ। সে হিসাবে ২০২১ সালের শেষে মোট জনসংখ্যার আকার দাঁড়িয়েছে।
এর মধ্যে চীন ১৪০ কোটি জনসংখ্যা নিয়ে বরাবরের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ১৩৮ কোটি জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩ কোটি ২০ লাখ। এরপর যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়া ২৭ কোটি ৫০ লাখ, পাকিস্তান ২৩ কোটি ৮০ লাখ, ব্রাজিল ২১ কোটি ৪৮ লাখ, নাইজেরিয়া ২১ কোটি ৪১ লাখ ও বাংলাদেশ ১৬ কোটি ৭১ লাখ। গেল বছর বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৯ শতাংশ। যা পূর্বাভাসের চেয়ে দশমিক শূন্য ৬ শতাংশ কম।