বিশ্বের কাছে স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপি : মন্তব্য কাদেরের

- আপডেট সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপিতে গণতন্ত্র নেই বলেই তাদের কথা জনগণ শোনে না। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।
প্রধান অতিথির বক্তব্যে পদ্মাসেতু উদ্বোধনের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগকে নিয়ে বিএনপি মহাসচিবের তির্যক মন্তব্যের জবাবও দেন ওবায়দুল কাদের।
এর আগে আলোচানায় অংশ নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন, দলটির সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বিএনপি মহাসচিব অযৌক্তিক কথা বলেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা ।