বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

- আপডেট সময় : ০১:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২ হাজার ৯১২ জন চীনের নাগরিক। ১২৯ জন মারা গেছে বিভিন্ন দেশে।
চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় চীনে মারা গেছে ৪২ জন। আর আক্রান্ত হয়েছে ২০২ জন। এ নিয়ে দেশটিতে সংক্রমিত হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৪৪ হাজার ৪৬২ মানুষ বাসায় ফিরে গেছে বলে জানিয়েছে বেইজিং। এদিকে, চীনের বাইরে সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে ইরানে। আর আক্রান্ত হয়েছে ৯৭৮ জন। ইতালিতে করোনাভাইরাসে মারা গেছে ৩৪ জন। আর সংক্রমিত হয়েছে ১ হাজার ৬৯৪। এদিকে, চীনের বাইরে সর্বোচ্চ ৪ হাজার ২১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে মৃত্যু হয়েছে ২৬ জনের। জাপানে মারা গেছে ১২ জন। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে আরো একজন। এ নিয়ে সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমিত হয়েছে ৪২ জন।